

আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অটোচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় টংগিবাড়ী উপজেলা অডিটরিমায়ে অটোচালকদের ঐ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ও নিরাপদ সড়ক চাই( নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় সোনারং- টংগিবাড়ী ইউনিয়নের বিভিন্ন একলাকা থেকে তিনশত অটো ও মিশুক চালক এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা এম জামাল হোসেন মন্ডল, টংগিবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব তানিয়া ইসলাম।