

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: গ্রামীণ কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ করে দিতে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে চালু হয়েছে “গ্রামীণ কৃষি পণ্য ও বৈকালিক সবজি বাজার”। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের বাহের রোডস্থ শীতলা এলাকায় ফিতা কেটে বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাওছার হোসেন।
উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রশাসক বাজার পরিদর্শন করে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, “এই বাজারের মাধ্যমে গ্রামীণ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারবেন। এতে কৃষক যেমন ন্যায্যমূল্য পাবেন, তেমনি শহরের ক্রেতারাও তাজা ও নিরাপদ কৃষিপণ্য সহজেই পাবেন।”
পৌরসভা সূত্রে জানা গেছে, বাজারটি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁচা তরকারি, মাছ ও মুরগির বাজার বসবে। দ্বিতীয় ধাপে দুপুর ২টার পর থেকে রাত ১১টা পর্যন্ত ভ্যানে থাকা বৈকালিক সবজি ও কৃষিপণ্যের বাজার চলবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাজার চালুর পর শহরের রাস্তায় বা ফুটপাথে অস্থায়ী বাজার কিংবা ভ্রাম্যমাণ ভ্যানবাজার বসানো যাবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাজার ঘুরে দেখা গেছে, নতুন এই বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় উপচে পড়েছে। স্থানীয়রা বলছেন, পৌরসভার এই উদ্যোগে শহরের যানজট কমবে এবং এক জায়গায় সব কৃষিপণ্য পাওয়ায় ভোক্তাদের সুবিধা হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “আগে রাস্তার পাশে ভিড়ের মধ্যে বাজার করতে হতো, এখন নির্দিষ্ট জায়গায় সব পণ্য পাচ্ছি— এটা সত্যিই ভালো উদ্যোগ।”
অন্যদিকে বিক্রেতা রহিমা বেগম, এক গ্রামীণ কৃষক বলেন, “এখানে এসে আমরা নিজেরাই পণ্য বিক্রি করতে পারছি, কোনো দালালের ঝামেলা নেই। বিক্রি ভালো হচ্ছে।” পৌর প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন— এটি নিয়মিতভাবে চালু থাকলে কৃষক ও শহরবাসী উভয়েই উপকৃত হবেন।