

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছোবাহান আকন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বেরপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, ছোবাহান আকন ঝালকাঠি সদর থানার একাধিক বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটির বাদী মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ছোবাহান আকন। সম্প্রতি তিনি গোপনে এলাকায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”স্থানীয়রা জানিয়েছেন, ছোবাহান আকনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্রের মহড়া, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও হয়রানিসহ নানা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। জানা গেছে, তাঁর ছেলে নুহু আকন ও শাহিন আকনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় জাল টাকা মামলা নং ৩৯ (তারিখ: ২৯.১০.২০১৮) এবং বিশেষ জজ আদালতে মাদক মামলা নং ১৮৮/১০-এ ছেলে সিফাত আকনের নাম রয়েছে।
সূত্র বলছে, ছোবাহান আকনের পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদক ও জাল টাকা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গ্রেফতারকৃত ছোবাহান আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”