

ইসরাত জাহান পুষ্প, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পটুয়াখালীতে জেলা পরিষদের উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। জেলা পরিষদ, পটুয়াখালী’র আয়োজনে ১৫ অক্টোবর বুধবার দুপুর ১২ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। উক্ত সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “জেলা পরিষদের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে।”শিক্ষার্থীদের উদ্দোশ্য তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে প্রকৃত সাফল্য। পড়াশোনার পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের মনোযোগ দিতে হবে।” অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্য বলেন, “শিক্ষাই উন্নয়নের ভিত্তি। জেলা পরিষদ সবসময় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে।”
এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: কামরুল হাসান সোহেল, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) জেলা পরিষদ, পটুয়াখালী। এসময় এস এস সি’র ৬৭ জন ও এইচএসসি’র ৪৬ জন মোট ১১৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। উক্ত সময় মোট ৪ লক্ষ ৯৮ হাজার টাকা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে এসময় পটুয়াখালী জেলা পরিষদের প্রধান সহকারী মোঃ শামিম খান ও হিসাব রক্ষক ( অঃদাঃ) মোসাঃ সুরাইয়া নার্গিস সহ পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারী, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।