

মো:তারিকুর রহমান চুয়াডাংগা জেলা প্রতিনিধি ;চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মিটিং ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকাল ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে আলাদা আলাদা ভাবে দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আল-আমীন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস,জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেন প:প: কর্মকর্তা মকবুল হাসান,কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জহুরুল হক, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।