1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
জীবননগরে দীর্ঘ ১২ বছর পর আদালতে রায়ে জমির ফেরত পেলেন জামেনা খাতুন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত মাদারীপুর-০২ আসনে বিএনপির জানান্দার আলী জাহানকে মনোনয়নের দাবিতে নেতাকর্মীদের মিছিল রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা যোগীপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রস্তুতি সভা ভাড়ায় চালিত মোটসাইকেল চালকদের নিয়ে পুলিশের সচেতনতা অনুষ্ঠান, প্লাস্টিকের হেলমেট ভাংলেন নিজেরাই আ. লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতার ৪ পল্টনে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নওগাঁয় শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু যারা চট্টগ্রাম শহরকে অনিরাপদ করছে তাদের ছাড় দেওয়া হবে না : চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশ হেডকোয়ার্টার্সের

জীবননগরে দীর্ঘ ১২ বছর পর আদালতে রায়ে জমির ফেরত পেলেন জামেনা খাতুন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে দীর্ঘ ১২ বছর বেদখলে থাকা জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন জামেনা খাতুন । ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১১ই অক্টোবর) দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী জামেনা খাতুনের ১৮ শতক জমি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের লোকজন জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জমির সীমানায় লাল কাপড় টাঙিয়ে দেয়। পরে ঢোল পিটিয়ে ঘোষণা দেয় আদালতের নির্দেশে আজ থেকে এই জমির মালিক তিনি।

সরেজমিনে দেখা গেছে, পুরন্দপুর গ্রামের ১৮ শতক জমি জোররপূর্বক দখল করে আসছিল একই গ্রামের মৃত জেহের মন্ডলের পুত্র তোতা মন্ডল ও তার শরীকরা। পরে ২০১২ সালে নিজ জমি ফিরে পেতে আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে আদালত তার পক্ষে রায় দেয়। এরপর আদালতের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত লোকজন সীমানা নির্ধারণ করে লাল কাপড় টানিয়ে দিয়ে ঢোল পিটিয়ে সীমানা নির্ধারণ করে মালিককে বুঝিয়ে দেয়।

জমির মালিক জামেনা খাতুন জানান, দীর্ঘ ১২ বছর পর আদালত আমার জমি বুঝিয়ে দিলেন। আমি আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি। পৃথিবীতে এখনো ন্যায়বিচার টিকে আছে।

জামেনা খাতুনের পুত্র আনভির আব্দুল্লাহ জানান ,আমরা প্রথমে ফৌজদারি ও সিভিল মামলা করে রায় পাই। পরে আরেকটি মামলায় রায় পেলে বিবাদীপক্ষ আপিল করলে আদালত তাদের মামলা খারিজ করে দেয়। দীর্ঘ ১২ বছর ধরে মামলা চলার পর আদালতের লোকজন জনসম্মুখে আমাদের জমি বুঝিয়ে দেয়। আমি আদালত ও আইনের প্রতি চিরঋণী থেকে গেলাম। আমাকে আদালত আমার জমি সম্পূর্ণরূপে বুঝিয়ে দিল।

বাদী পক্ষের সাক্ষী মোজাম্মেল হক জানান, সিভিল মামলায় আমি সাক্ষী ছিলাম। যা দেখেছি তাই আদালতে বলেছি। আজ আমি খুব খুশি দীর্ঘদিন পর হলেও জমির সঠিক মালিক তার জমি বুঝে পেয়েছেন। আমি আদালতের প্রতি সন্তুষ্ট।

চুয়াডাঙ্গা দায়রা জজ আদালতের নাজির নজরুল ইসলাম বলেন, মামলার রায় পাওয়ায় দখল নিতে আবেদন করেছিলেন বাদী । আমরা বিচারকের নির্দেশে পুলিশের সহযোগিতায় জমির দখল বুঝিয়ে দিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD