

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বিএনপি সমর্থিত ২ জন অভিভাবক সদস্য ও জামায়াতে ইসলামীর সমর্থিত ২ জন সদস্য নির্বাচিত হয়েছে।
অভিভাবকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ।উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত ও জামায়াত ইসলামি সমর্থিত দুটি প্যানেলে মোট ৭ জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে।নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী মো.আসাদুল হক ২১২ ভোট, বিএনপি সমর্থিত মো.ছানোয়ার হোসেন ২০১ ভোট,জামায়াতে ইসলামি সমর্থিত মো.ওলিউল ইসলাম ১৯৭ ভোট ও বিএনপি সমর্থিত আব্দুল হালিম ১৯৪ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলার একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার।