

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় রুহুল আমিন(৪০) নামের একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার(১৩ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার হাসদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত রুহুল আমিন একই গ্রামের আবেদ আলীর পুত্র। এই বিষয়ে বুধবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রুহুল আমিন অভিযোগে জানান গত মঙ্গলবার রাত ১০ টার দিকে পুরন্দপুর গ্রামের দক্ষিণপাড়ায় মিন্টু মিয়ার ফার্মেসিতে ওষুধ আনতে যায়। এ সময় মিন্টুর ফার্মেসির পাশে সুমনের ইলেকট্রনিক্সের দোকানে একই গ্রামের কোবরা মিয়ার পুত্র সজীব হোসেন (২২) উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাচ্ছিল। এতে ফার্মেসীতে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের ব্যাপক সমস্যা হতে থাকে। আর এ কারণে তাকে সাউন্ড বক্সের উচ্চ শব্দ কমাতে বলা হয়েছিলো। এতে সজিব আমার উপর ক্ষিপ্ত হয়। এরপর আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মুঠোফোনে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে কোবরার ( ৪০) ও কোবরার পুত্ররা এসে তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করে। এরপর পরিবারের লোকজন তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।জীবননগর থানায় অফিসার ইনচার্জ(ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, পুরন্দরপুর গ্রামে একজন পিটিয়ে আহত করার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।