

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :দেশের উত্তর অঞ্চলের জামালপুর জেলা সাতটি উপজেলা ও ৮ টি পৌরসভা নিয়ে মোট পাঁচটি সংসদিও আসন গঠিত। যা জামালপুরের বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ দুই উপজেলার ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে জামালপুর-১ আসন, ইসলামপুর একক উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে জামালপুর-২ আসন, মেলান্দহ-মাদারগঞ্জ দুই উপজেলার ১৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে জামালপুর-৩ আসন, সরিষাবাড়ি একক উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে জামালপুর-৪ আসন, জামালপুর সদর একক উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে জামালপুর-৫ আসন গঠিত। এসব আসনে বিএনপির কেন্দ্রীয় ঘোষণায় প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন, জামালপুর -১(দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে এম সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ি)আসনে ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর সদর-৫ আসনে শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এসব মনোনীত প্রার্থী উল্লেখিত আসনে এমপি পদে বিএনপির দলীয় মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে অংগ্রহণ করবেন।