

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নহর আলীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক সুবিধা বণ্টনে পক্ষপাত, সালিশে টাকা আদায় ও ভিন্নমত পোষণকারীদের মিথ্যা মামলার হুমকি দেন তিনি। কেউ প্রতিবাদ করলেই মামলা ও হয়রানির ভয় দেখান।
গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, “আমার মেয়ের বিষয়ে সালিশে ২০ হাজার টাকা দাবি করেছিল। এক হাজার টাকা নিয়েও থামেনি। মানুষকে ভয় দেখানোই তার কাজ।”
আরেক বাসিন্দা মানিক মিয়া বলেন, সরকার পতনের পর তার অত্যাচারে অতিষ্ঠ। বর্তমানে সামান্য পানি গেলেও জমি নিয়ে মামলা দেওয়ার হুমকি দেয়।”
নয়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুমান অভিযোগ করেন, তার পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শেখ ফরিদ নামে এক ব্যক্তিকে মামলা দেওয়ার হুমকি দেন নহর আলী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপি নেতা নহর আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।
নয়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বলেন, “আমি বর্তমানে অসুস্থ, ঢাকায় আছি। ফিরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, “ঘটনাটি আমার জানা নেই। সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”