

রবিউল হোসাইন সবুজ,লাকসাম কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার লাকসামে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো: আবুল কালাম। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।মো: আবুল কালাম বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি জনগণকেন্দ্রিক রূপরেখা। এর মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের একটাই উদ্দেশ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ মুক্ত গণতন্ত্র, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। বিএনপি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নিরলসভাবে কাজ করছে।”
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং জনগণকে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে অবহিত করেন।কর্মসূচির শেষে মো: আবুল কালাম বলেন, “জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে ধানের শীষের প্রতীককে জাগিয়ে তুলুন।”এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।