

মোঃ কামরুজ্জামান হেলাল,স্টাফ রিপোর্টারঃ
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসন এবং বিআরটি এ, পটুয়াখালী’র আয়োজনে ও সহযোগিতায় ২২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯ টায় এ দিবস উদযাপন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী টি পটুয়াখালী সোনালী ব্যাংক মোড় থেকে শুরু হয়ে ডিসি কোর্ট চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী। উক্ত সময় পটুয়াখালীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার এর সভাপতিত্বে ও বিআরটিএ পটুয়াখালী সার্কেলের মোটরযান পরির্দশক মোঃ সাঈদ সিদ্দিক’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: জামিল আক্তার লিমন নির্বাহী প্রকৌশলী (সওজ)
সড়ক বিভাগ পটুয়াখালী,পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, পটুয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ মৃধা এবং সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির। এ আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ গতিতে যান চালনা করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে।
বক্তারাএসময় আরও বলেন, অনেকে এখনও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে পারে না। তাই সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তাঁরা। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় মোঃ মনিরুল ইসলাম উপ -বিভাগীয় প্রকৌশলী (সওজ) সড়ক উপ বিভাগ পটুয়াখালী ও সড়ক বিভাগ পটুয়াখালী’র এসও মোঃ জুয়েল রানা, জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা -কর্মচারী,পটুয়াখালী বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী মোঃ নাসিম মোল্লা সহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।