

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো.আক্তারুল আলম মাস্টার।
শনিবার বিকালে মাওনা পল্লীবিদ্যুৎ মোড় থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন আক্তারুল আলম মাস্টার। এ সময় দোকানপাট,পথচারী,দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষের হাতে হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আক্তারুল আলম মাস্টার বলেন,“তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এই গণসংযোগের আয়োজন করেছি। এ কর্মসূচি শ্রীপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত চলবে,যাতে তৃণমূল পর্যন্ত বিএনপির নতুন রাষ্ট্র কাঠামোর বার্তা পৌঁছে দেওয়া যায়।”