

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
রাঙ্গামাটিতে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই পরীক্ষায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সুপার পরীক্ষার্থীদের প্যারেড, টার্নআউট, ড্রিল কমান্ড পর্যবেক্ষণ, অস্ত্র প্রশিক্ষণ, ক্যাম্প পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন। পরে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, “পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়, এটি সততা, শৃঙ্খলা ও জনগণের সেবায় আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার।”
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিম, রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক, এবং রাঙামাটি জেলা পুলিশের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) মো. ফোরকান শরীফ।
পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের ক্যাম্প প্রশিক্ষণ ও সাক্ষাৎকার তাদের দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে।