

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৬ অক্টোবর) সারাদিন ব্যাপী এ কর্মসূচীর আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর সাবেক যুগ্ম আহ্বায়ক, চিলমারীর উদীয়মান তরুণ নেতা মঈনুল ইসলাম মানিকের নেতৃত্বে অংশ নেন বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।ছাত্রদল নেতা মঈনুল ইসলাম মানিক বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা এ কর্মসূচির আয়োজন করেছি।’গাছের চারা রোপনকালে এ তরুণ নেতা আরো বলেন, ‘গাছ লাগানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।’এ সময় চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মোত্তালেব, যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম প্রিন্স, সাবেক যুবদল নেতা আশরাফুল আলম বকুল, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমক, জেলা ছাত্রদলের সদস্য রিফাজুল হক রিয়াদ, চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।