1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
চিরচেনা রূপে হেমন্তের আগমনী বার্তা, শীতকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি | সকালের খবর ২৪
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত মাদারীপুর-০২ আসনে বিএনপির জানান্দার আলী জাহানকে মনোনয়নের দাবিতে নেতাকর্মীদের মিছিল রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা যোগীপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রস্তুতি সভা ভাড়ায় চালিত মোটসাইকেল চালকদের নিয়ে পুলিশের সচেতনতা অনুষ্ঠান, প্লাস্টিকের হেলমেট ভাংলেন নিজেরাই আ. লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতার ৪ পল্টনে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নওগাঁয় শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু যারা চট্টগ্রাম শহরকে অনিরাপদ করছে তাদের ছাড় দেওয়া হবে না : চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশ হেডকোয়ার্টার্সের

চিরচেনা রূপে হেমন্তের আগমনী বার্তা, শীতকে স্বাগত জানাচ্ছে প্রকৃতি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ হিমালয় কন্যা পঞ্চগড়ে অন্য জেলার তুলনায় আগেভাগেই শীত শুরু হয়। দেশের সর্ব উত্তরের জনপদ তেঁতুলিয়া উপজেলাসহ এ জেলায় এবার আশ্বিনের শেষ দিকেই শীতকে স্বাগত জানিয়ে হেমন্তের বার্তা দিচ্ছে চিরচেনা রূপে। শরতের বিদায়। রাতভর হালকা থেকে মাঝারি কুয়াশা সকাল পর্যন্ত চাদরের মত বিছিয়ে থাকছে দিগন্তজুড়ে। কমতে শুরু করেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও।
রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠাণ্ডা। হালকা শীতের আমেজে এই কূয়াশা উপভোগ্য হয়ে উঠেছে।
ভোরের শিশির আর কুয়াশা যেন জানিয়ে দিচ্ছে শীত আসছে। ঋতু বৈচিত্র্যের কারণে ভোরে শীতের সঙ্গে দেখা যাচ্ছে ঘন কুয়াশাও। প্রকৃতিতে এখন ঋতুবদলের হাতছানি। ইতোমধ্যেই দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার। এই মৃদু কুয়াশা জানান দিচ্ছে যে শীত দরজায় কড়া নাড়ছে। বোদা উপজেলায় শিশিরে ভেজা ভোর যেনো শীতের আগমনী বার্তা! ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ধান ক্ষেতের ওপর শিশির বিন্দু। মধ্যরাত থেকেই ঝরে কুয়াশা। ভোর হতেই দেখা যাচ্ছে কুয়াশা আর শিশির বিন্দুগুলো ছড়াচ্ছে মৃদু শীতলতা। বাতাসে বইছে হিমেল হাওয়া। সকালের মিষ্টি রোদ, বার্তা দিয়ে যায় শরৎ শেষে হেমন্ত আসছে। আরেকদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে কৃষকদের যত্ন করে লাগানো নতুন বীজের চারা। বোদায় দিনভর অনেকটা গরম থাকলেও গভীর রাত থেকে শুরু হয় হালকা হিমেল হাওয়া, সাথে হালকা হালকা কুয়াশা। মধ্য রাত ও ভোর যেনো হালকা শীতের অনুভূতি দিচ্ছে। প্রকৃতির এই নতুন কুয়াশা দেখতে যেনো নয়াভিরাম। শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো এ এক অন্যরকম অনুভূতির শীত এলো বলে। শীতকাল ঠাণ্ডা হলেও দেশে মৃদু আবহাওয়া সত্যিই অনেক উপভোগ্য। এটি আমাদের প্রচুর তাজা শাক সবজি এবং ফল উপহার দেয়। এছাড়া গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে শীতকালীন পিটা বানানোর আমেজ ও উৎসবে ভরে উঠে। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। এর মধ্যে, শীতকাল হল পঞ্চম ঋতু এবং গ্রীষ্মের বিপরীতে বছরের ঠান্ডা অংশ। এটি শরৎের শেষের দিকে শুরু হয়। সাধারণত, এটি নভেম্বরে শুরু হয়ে ফেব্রুয়ারী পর্যন্ত স্থায়ী হয়।
বোদা প্রেস ক্লাবের সভাপতি আমির খসরু লাবলু বলেন, শরৎকালে এবার ব্যাপক বৃষ্টি হয়েছে। সঙ্গে বইছে হিমেল বাতাস। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এ কারণে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আর এখন রাত ও সকালে কুয়াশা পড়ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমে আসবে।
বোদা উপজেলা কৃষি অফিসার মো. আহমেদ রাশেদ উন নবী বলেন, কুয়াশা দেখা মানেই শীত পুরোপুরি নেমে এসেছে এমন নয়। তবে এটি শীত আসার একটি প্রাকৃতিক ইঙ্গিত। এখন থেকেই কৃষকদের জমি প্রস্তুত করা, বীজ বপন ও সার ব্যবস্থাপনা নিয়ে সতর্ক থাকতে হবে। এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে ফসলের রোগবালাইয়ের ঝুঁকিও বেড়ে যায়, তাই সঠিক পরামর্শ নিয়ে কাজ করা জরুরী।
তিনি আরও বলেন, আগামী মৌসুমে কৃষকরা যাতে পর্যাপ্ত উৎপাদন পান, সে লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD