

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে পা উড়ে যাওয়া বিজিবি নায়েক আক্তার হোসেন অবশেষে মৃত্যু বরণ করেছে। শুক্রবার ( ৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেলেন। সূত্রে জানান গত ১১ অক্টোবর সকালে সীমান্তের ৪০ নং পিলার এলাকায় টহলরত অবস্থায় তিনি আহত হয়েছিলেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ককসবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম। তিনি বলেন শুক্রবার ( ৩১ অক্টোবর) সোয়া ১২ টায় নায়েক আক্তার হোসেন মারা যান। তার বাড়ি ভোলার দৌরতখান পৌরসভায়। তার পিতাও বিজিবি সদস্য ছিলেন।