

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দায়িত্বরত কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির জোয়ানদের বিশেষ অভিযানে ফের মালিক বিহীন ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে ঘুমধুম বিওপির টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ নামক স্থানে অভিযান পরিচালনা করেন।
এ সময় বিজিবি জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অভিযান প্রসঙ্গে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত আছে থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। এ নিয়মিত অভিযানের গত কালও ৪ লাখ ইয়াবা টেবলেট উদ্ধার করেছে বিজিবি। এক দিনের ব্যবধানে ফের ২০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেন।
বিজিবি ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকার জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।