1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গ্রীসে নেয়ার কথা বলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে পুলিশে খাঁচায় কুমিল্লার ছেলে প্রতারক ঈশান | সকালের খবর ২৪
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
“ঢাকা প্রেস ক্লাব’র” নতুন কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন সোনালী খবর পটুয়াখালী প্রতিনিধি মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০ নানা আয়োজনে কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস-শিশু অধিকার সপ্তাহ পালিত তানোরে শিক্ষকদের সাথে যুগ্ম সচিবের মতবিনিময় সভা বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ জীবননগরের গয়েশপুর মাধ্যমিক বিদ্যাঃ ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি প্যানেলের জয়লাভ পঞ্চগড়ে মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের প্রতিবাদে বিক্ষোভ আহত ট্রাফিক সহায়তাকারীর পাশে দাঁড়ালেন: মানবিক ডিএমপি কমিশনার পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল সাভারে স্টার টেকের নতুন শাখা,অফিসিয়াল টেক পণ্য এখন আরও কাছে

গ্রীসে নেয়ার কথা বলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে পুলিশে খাঁচায় কুমিল্লার ছেলে প্রতারক ঈশান

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গ্রীসে নেয়ার কথা বলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশে খাঁচায় বন্দি কুমিল্লার ছেলে প্রতারক রাজিব খান ওরফে ঈশান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রেমের সম্পর্ক গড়ে তোলার নাম করে এক তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশান (২৮)কে করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর ) দুপুর দেরটায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রতারক রাজিব খান ওরফে ঈশান কুমিল্লার মুরাদনগর থানার রসুলিয়া এলাকার আব্দুর রাজ্জাক খাঁনের পুত্র।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরও টাকার দাবি করেন। গত ৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভিকটিম সুমাইয়া বুঝতে পারেন যে ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৫ ভিকটিম সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৯ অক্টোবর ) দুপুর দের টায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD