

গণঅধিকার পরিষদ’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ ঘন পরিবেশে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত। জানা গেছে, ২৬ অক্টোবর রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী পৌর শহরে অবস্থিত এ দলের জেলা কার্যালয়ে উক্ত কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১ফুট প্রস্হ ও ৪ ফুট দৈর্ঘ্যের ১৮ পাউন্ড ওজনের কেককাটা হয়। উক্ত সময় উপস্থিত এদলের নেতা-কর্মীদের কেক খাওয়ান গণঅধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার,১ নং সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ পাশা ও গণঅধিকার পরিষদ, পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল কাইয়ুম। এ সময় অন্যান্যের মধ্যে জেলা গণঅধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন, মোঃ বাচ্চু মৃধা ও আব্দুল হক, যুগ্ম সদস্য সচিব মোঃ শামীম, গণ অধিকার পরিষদ, পটুয়াখালী পৌর শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান পান্না, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহাগ হোসেন, শ্রমিক অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন, ছাত্র অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদ সহ গণ অধিকার পরিষদ, পটুয়াখালী জেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলাবাসীকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। এছাড়াও তাঁরা আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গণঅধিকার পরিষদ’র সভাপতি ভিপি নুরুল হক নুরু’র ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য উক্ত আসনের ভোটারদের প্রতি আহবান জানান।