

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের উপজেলা কর্মী সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নাগেশ্বরী মাইক্রোবাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওলামাদলের সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামত ও জেলা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে ওলামাদলের একটি নিরপেক্ষ উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।
কর্মী সম্মেলনে নাগেশ্বরী উপজেলা ওলামাদলের আহ্বায়ক হিসেবে মাওলানা মো. আমিনুর রহমান ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী রুবেল খন্দকার। অন্যদিকে পৌর কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মোঃ আয়নাল উদ্দিন ও সদস্যসচিব মো. মনিরুজ্জামান খান।
কমিটিগুলোর অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কুড়িগ্রাম জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক এবং সদস্য সচিব মাওলানা মুফতি ইউনুস সরকার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবুল কাশেম সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহফুজার রহমান সিদ্দিকী (আপেল)। পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাহফুজার রহমান আপেল সিদ্দিকী ।
এছাড়াও ওলামাদলের সম্মেলনে প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু, নাগেশ্বরী প্রেসক্লাব বিএসসি মোড়ের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা এবং ভবিষ্যতে ওলামাদলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।