

রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পুলিশের অভিযানে ১২৮ বোতল ইস্কাপসহ মাদক ব্যবসায়ী খবির ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ১৯অক্টোবর ২০২৫ বিকাল ৩:৪৫ মিনিটে এস,আই (নিরস্ত্র) ‘ মোস্তাকিম সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালিয়ে মৃত আজিজার রহমানের ছেলে মাদক সম্রাট খবির ও স্ত্রী সুমাইয়া? শিমু( ৩০) ও তার সহযোগী পলাশ মিয়া ২৭ পিতা মঞ্জু মিয়া খামারভাতি, কালিগঞ্জ পলাতক। ঘটনার পর কালিগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং ২৭ অক্টোবর ২০২৫, জি,আর,নং ৩৯৩। মামলাটি নিরস্ত্র স্বপন পালকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, কালিগঞ্জ থানায় নবাগত ওসি জাকির হোসেন যোগদানের মধ্য দিয়ে মাদক বিরোধী অভিযান কে জোরদার করার মধ্য দিয়ে এ সকল মাদক ব্যবসায়ী আটক হচ্ছে। তারাই মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান,মাদক নির্মূলে কালিগঞ্জ থানার পুলিশের অভিযান অব্যাহত থাকবে।^