

রুবেল মিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ঝড়ে উড়ে যাওয়া টিন ও ইটের আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়। এর আগে কয়েকদিন ধরে ওই এলাকায় টানা বৃষ্টি চলছিল। ঝড়ে ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ৮নং ওয়ার্ডের আধাপাকা ও টিনের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাশেদুল ইসলাম বলেন, “মাঝারি বৃষ্টির মধ্যেই হঠাৎ তীব্র ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে পড়ে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, না হলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো।”
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ১০০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন দাঁড়াবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, তৎক্ষনাৎ ৩ মেট্রিক টন চাল ও নগদ ৩হাজার টাকা করে ২৫টি পরিবারকে প্রদান করেন।সেই সাথে শুকনা খাবার কিছু পরিবারকে প্রদান করেন। এবং আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।