

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় জমি দখল করাকে কেন্দ্র করে ইরাদত শিকদার নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইরাদত শিকদার কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নে কদমতলা গ্রামের আদিল শিকদারের ছেলে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইরাদত শিকদার অভিযোগ করে বলেন, আমরা লক্ষি নারায়ণদের কাছ থেকে প্রায় ৫০/৬০ বছর আগে জমি কিনে সেই জমিতে বসত বাড়ি করে বসবাস করে আসছি। জমির দখলেও আমরা রয়েছি। আজ সকালে আমাদের জমিতে প্রতিবেশী তৌহিদ গংরা ঘর উঠাতে আসে এ সময় আমরা ঘর উঠাতে বাঁধা দিলে আমিসহ আমার ছোট ভাই নাজির শিকদারকে তৌহিদ শেখ (৬০), মো. তরিকুল শেখ (৪৫), মো. মোজাহের শেখ (৫৫), মো. আজাহের শেখ (৫৭), মো. রুবেল শেখ (৩৫), মো. মাহাত্তাব শেখ ( ৬০), মো. খায়রুল শেখ (৩০), মো. আশরাফুল শেখ (২৫) এরা কুপিয়ে ও পিটিয়েছে আমি ওদের বিচার চায়। লক্ষি নারায়ণ দে বলেন, ইরাদত শিকদাররা আমাদের কাছ থেকে অনেক আগে ওই জমি কিনে নেন। তৎকালীন সময়ে তাদের দলিল করে নেওয়ার মত টাকা না থাকায় তখন ওরা জমি দলিল করে নিতে পারেনি। তৌহিদ গং’রা কিভাবে ডিসি আর নিয়ে তারা ওই জমি দাবি করছে কিন্তু জমি ওদের না। অভিযুক্ত মাহাত্তাব শেখ অভিযোগ অস্বীকার করে বলেন মারামারি ওই পাড়ায় হয়েছে আমি সেখানে ছিলাম না। কি হয়েছে না হয়েছে আমি জানিনা। তৌহিদ শেখ বলেন, ডিসি আর মুলে এই জমির মালিক আমি। ওরা কিছুইনা। সকালে ঘর উঠানোর সময় ওরা বাঁধা দিতে আসলে ধাক্কাধাক্কির মধ্যে ইরাদতের মাথায় টিনের ফোছ লেগে কেটে যায়। তাকে কোপানো, পিটানো কোনো কিছুই হয়নি। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।