

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযানকালে জনতা বেকারি এন্ড কনফেকশনারি ও কালিগঞ্জ সদরের বাজার গ্রাম জরি মুড়ি মিল-এ বিএসটি আইয়ের সিএম লাইসেন্স ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানোর প্রমাণ মেলে। জনতা বেকারি এন্ড কনফেকশনারিতে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য এবং জরি মুড়ি মিলে লাইসেন্স বিহীনভাবে মুড়ি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবশ্যই আইন মেনে উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করতে হবে।