

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাসের বিদায় উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারঃ) এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তাফা আক্তারুজ্জামান পল্টু, বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ইলাদেবী মল্লিক, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য প্রমুখ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সন্মানিত সদস্যবৃন্দ, শিল্পী ও সূধীবৃন্দ। সভায় বক্তারা তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। শেষে অমিত কুমার বিশ্বাস সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও দোয়া কামনা করেন। বদলীজনিত বিদায় উপলক্ষে সন্মাননা স্মারক প্রদানশেষে অনুৃষ্ঠিত হয় শিল্পী কনিকা সরকার ও শিল্পী অভিজিৎ সরদারের সমন্নয়ে মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।