

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাচাঁই সবুজ সংঘের আয়োজনে চাচাঁই ফুটবল মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সবুজ সংষের সভাপতি রেজাউল ইসলাম সহ জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবেশ কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এসময় বক্তারা বলেন, বৃক্ষ রোপণ ও পরিচর্যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় রোধে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তারা। বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। স্থানীয় নার্সারি মালিক, কৃষক ও পরিবেশবান্ধব সংগঠনগুলো অংশ নিচ্ছে এ মেলায়।
মেলা চলবে আজ ৯ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।