

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে ত্যাগী, নির্যাতিত, নাশকতা মামলার আসামী ও কারাবরণ কারী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও হাইব্রিডদের অন্তর্ভুক্ত করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন স্থানে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে নির্যাতন, জেল-জুলুম ও মামলা মোকদ্দমার মধ্যেও দলকে টিকিয়ে রেখেছেন—তাদের বঞ্চিত করে অরাজনৈতিক ও ভিন্ন দলের লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী বাক্স গাইন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল বারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান ঢালী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আনোরুল কবির হালু, ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি আকবার হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ গাইন, ৩নং ওয়ার্ড সভাপতি আজিবার রহমান কাগুচি, সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুনো, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, ৬নং ওয়ার্ড সভাপতি খোকন ঢালী, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল আলিম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুর রহমান, মিয়ারাজ হোসেন ও খাদেম ঢালীসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী, নির্যাতিত ও আদর্শবান নেতাকর্মীদের নিয়ে নতুন করে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবি জানান। তারা বলেন, দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি রক্ষায় এ ধরনের অবিচার মেনে নেওয়া হবে না। বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন না করলে মাঠের আন্দোলনে দলের অবস্থান দুর্বল হয়ে পড়বে। তারা বলেন, “আমরা ত্যাগী নেতাকর্মীরা বিএনপির সঙ্গে আছি, থাকব, কিন্তু হাইব্রিড রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ব।