1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা | সকালের খবর ২৪
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধুকে জবাই করে হত্যা অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ বিআরটিএ ৫-২৯ বছর শিশু ও তরুণদরে রক্ষায় কাজ করছে: বিআরটিএ চেয়ারম্যান বেগমগঞ্জে চুরি–দস্যুতা–ডাকাতি মামলার পলাতক বাবু গ্রেফতার ,আছে ১২ মামলা বাইক থেকে ককটেল ছোড়া সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ পুলিশ কমিশনারের সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৭০০ তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ জনগণ নির্বাচনের ট্রেনে উঠেছে—বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী মোহাম্মদপুরে পেট্রোল বোমাসহ গ্রেফতার এক

কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কলাপাড়া পৌর শাখার চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কলাপাড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড’র সাপ্লাই এন্ড সেলস সোসাইটি মার্কেট’র ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর-এ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস এবং কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান, কলাপাড়া পৌর ৪, নং ওয়ার্ডের সভাপতি মো.আবুল বশার, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেহান উদ্দিন রেহান, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল মীর, তানভীর মুন্সিসহ ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ বিল্লাহ।
প্রধান বক্তা বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল বলেন, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি পূর্ণগঠনের লক্ষ্যে সকল ওয়ার্ডে আমারা কর্মীসভা করছি। তিনি আরও বলেন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বিত আলোচনার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ত্যাগীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করতে আমারা প্রতিশ্রুতিবদ্ধ।
কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, বিশ্ববিদ্যালয়ের ফলাফলে বিএনপির হতাশ হওয়ার কিছু নেই। সময়মত সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন দিলে সারাদেশে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশা আল্লাহ।
প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বিএনপি যুগে যুগে সংগ্রাম করে আসছে। তিনি আরও বলেন, এই গনবিরোধী শক্তিকে মোকাবিলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD