

কলমাকান্দা নেএকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পাঁচগাঁও বিওপির এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬৯ বোতল÷) ভারতীয় মদ জব্দ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ পাঁচগাঁও বিওপির একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে সীমান্ত পিলার ১১৮৫/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পরবর্তীতে ধ্বংস করা হবে।