

কুয়েল ইসলাম সিহাত. বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে বোদা ধানহাটি থেকে এ বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ্ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরোজা ফেরদৌস চিম্ময়সহ বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় সমাবেশে প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ হটানোর বীরত্বগাথা বিজয়ের নেপথ্যের কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্র-জনতার এমন অবিস্মরণীয় সাফল্যের পেছনেও তপ্রোতভাবে জড়িত ছিলেন তারেক রহমান। তবে আমার নেতা তারেক রহমান কখনোই দাবি করেনি। গণঅভ্যুত্থান তাদের আন্দোলনের ফসল। তারেক রহমার বরং বারবার বলেছে, এটি সবার আন্দোলন। এটি কার্ওো একক আন্দোলন ছিল না। এই গণঅভ্যুত্থান সবার।
এ সময় বিজয় র্যালি ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
অপর দিকে পৃথক ভাবে জুলাই গণ-অভ্যুত্থান দিবসটি বাংলাদেশ জামাতে ইসলামী বোদা উপজেলা শাখা আয়োজন করেন।
পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় চূড়ান্ত প্রার্থী আলহাজ সফিউল্লাহ সুফির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও আলোচনা সভা বোদা বাসষ্ট্যান্ড শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত হয়।