1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
এ কে আজাদ আ'লীগের একজন পরীক্ষিত নেতা: নায়াব ইউসুফ | সকালের খবর ২৪
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

এ কে আজাদ আ’লীগের একজন পরীক্ষিত নেতা: নায়াব ইউসুফ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

ফরিদপুর সংবাদতা:এ কে আজাদ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। আর এই বিষয়টি ফরিদপুর বাসী অবগত আছেন। এই নিয়ে মন্তব্য করার কিছুই নেই বলে পরিস্কার ভাবে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

তিনি বলেন আমার পরিবারের স্বনাম উপমহাদেশ জুড়ে রয়েছে। সেই পরিবারের নীতি আদর্শকে বুকে ধারন করে আমি বড় হয়েছে এবং রাজনীতি করি। জনগনের সামনে কোন ধরনের মিথ্যা,ছলচাতুরী কথা বলে নিজেকে উপস্থাপন করি না। সাড়া দেশ জুড়ে আওয়ামী লীগ যেমন দেশটা অশান্ত করার পরিকল্পনা করে চলছে তারি অংশ হিসাবে এই ফরিদপুরে জনাব এ কে আজাদ একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে চলছে।

তিনি বলেন ২০২৪ এর অবৈধ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য অনেক দৌড়ঝপ করেছেন একে আজাদ। অবশেষে দলীয় মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ফরিদপুর সহ দেশ বাসি জানে একে আজাদ ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য। তৎকালীন সময়ে তার নির্বাচনী প্রচারণায় তখনও আওয়ামী লীগের একটা গ্রুপ ছিল। এখনও তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়েই প্রচারণা চালাচ্ছেন।এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই।

নায়াব ইউসুফ আরও বলেন, (এ কে আজাদ) বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বলেন তিনি নাকি আওয়ামী লীগ করে নাই। অথচ তিনি ভুলে গিয়েছেন আওয়ামী লীগের সময়ে তার জ্বালাময়ী বক্তব্য এখনও মুছে যায়নি। এখনও সোশ্যাল মিডিয়ায় তার সেই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে।‘শুরুতে আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই— জয় বাংলা জয় বঙ্গবন্ধু’! তার দেওয়া সেই বক্তব্য তিনি নিজে ভুলে গেলেও দেশের মানুষ ভোলেনি।

নায়াব ইউসুফ বলেন একে আজাদ তার ব্যক্তিগত নিজের মিডিয়ায় বিএনপি তথা আমার নেতাকর্মীর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।তিনি ব্যক্তিগত প্রচারণার আড়ালে স্বৈরাচারের সন্ত্রাসীদের একত্রিত করছেন, তাদের উজ্জীবিত করে সন্ত্রাসী কার্যক্রমে মদদ দিচ্ছেন। এসব কিছুর মূলে একটাই উদ্দেশ্য তা হলো পতিত স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। কিন্তু দেশবাসী তা কোনোদিন হতে দেবে না। যেকোনো কিছুর বিনিময়ে এ সন্ত্রাসীদের রুখে দেবে।এই দেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা ফরিদপুরে মানুষ শান্তি প্রিয়। শান্তি বসবাস করতে ভালবাসি ও পছন্দ করি। আমরা কখনো অশান্তি চাইনা। কোন অপশক্তির ধারায় ফরিদপুর শহরটা অশান্তিতে পরিনত হলে সেটাকে শক্ত হাতে দমন করার কৌশল আমরা জানি। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD