

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতির মানবিক এ উদ্যোগে দুই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি চোখের ছানি সমস্যায় আক্রান্ত ১১৭ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
গত শনিবার ও রবিবার উল্লাপাড়া উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং বাঙ্গালা ইউনিয়নের ধামাইকান্দি কেফায়েত আলী বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা কার্যক্রম চলে। ঢাকার দৃষ্টি আই কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এই শিবিরে অংশ নিয়ে রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ, চশমা ও চোখের অন্যান্য রোগের সুচিকিৎসা ও ঔষুধ প্রদান করেন।
জানা গেছে, দুই দিনের এই কর্মসূচিতে ১১৭ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করে চিকিৎসক দল। এরমধ্যে প্রথম ধাপে রবিবার ৪১ জনকে অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হয়। এছাড়া দ্বিতীয় ধাপে সোমবার সকালে বাকি ৭৬ জনকে ঢাকায় পাঠানো হবে। যাতায়াত, অপারেশন, থাকা-খাওয়া বাবদ কাউকে কোনো টাকা দিতে হবে না।
এ বিষয়ে ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি বলেন, “মানবিক সেবা বিএনপি’র রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমানের নির্দেশনায় আমরা জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি।”
তিনি আরও বলেন, মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে আছি। কেবল ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে মানবিক সেবার এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ক্যাম্পে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এই উদ্যোগের মাধ্যমে উল্লাপাড়া অঞ্চলের দৃষ্টি-সমস্যায় ভোগা মানুষ উপকৃত হয়েছেন। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ গ্রামীণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখছে।