

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনি ইউনিয়নের ঠাকুরবাড়ি খেলার মাঠে এ সম্মেলন হয়। উপজেলা যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, এস.এম আশরাফুল হক রুবেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব হায়দার আলী মিয়া, আব্দুর রশিদ সরকার, যুগ্ন আহ্বায়ক এস এম হাবীব নয়ন, সদস্য নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রমেশ সাহা, মোস্তাফিজার রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব শামীউল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব রিপন মিয়া।
উক্ত দ্বি-বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামশ্রেনি ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম। এ সময় উক্ত ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন সদস্য ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম নির্বাচিত হন। এছাড়াও আনিছুর রহমান সহ-সভাপতি, শফি কামাল যুগ্ন সাধারণ সম্পাদক, রুহুল আমিন সরকার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।