

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ১’শ জন সদস্যের ভোট প্রদানের মাধ্যমে উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি পদে মহসীন আলী ও সম্পাদক পদে আকবর আলী নির্বাচিত হন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড কমিটির আহবায়ক মহসীন আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সদস্য সচিব সোলাইমান আলী সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র আহ্বয়ক নুর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, এস.এম আশরাফুল হক রুবেল প্রমূখ।
ভোট গ্রহণ শেষে, সভাপতি পদে মহসীন আলী, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আকবর আলী, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক নির্বাচিত হন।