

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ডেসকো) আরিফুল ইসলাম (আগারগাঁও ডিভিশন) হারুন অর রশিদ প্রধান কার্যালয়,খিলক্ষেত ঢাকা,ম্যাসেঞ্জার (এমএলএসএস) অবৈধ ভাবে কোটি কোটি টাকা ঘুষ গ্রহন করে,বাড়ী,গাড়ী, প্লট,ফ্ল্যাট সহ কোটি কোটি টাকা অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন।
তাদের এসব বিষয়ের তদন্ত চেয়ে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কাছে লিখিত অভিযোগ দিয়েছে মো.মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে মো.হারুন অর রশিদ, ম্যাসেঞ্জার (এমএলএসএস) ঢাকা ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ডেসকো) প্রধান কার্যালয়,খিলক্ষেত ঢাকায় কর্মরত আছেন। তার পিতার নাম:মো.হাকিম মন্ডল,মাতার নাম-রাবিয়া খাতুন,স্ত্রীর নাম-ফিরোজা খাতুন,তার জাতীয় পরিচয়পত্র নং-৫৯৯২৭৩৯৫২৩,জন্ম তারিখ: ১০/০১/১৯৮৭ইং, তার স্থায়ী ঠিকানা:গ্রাম-বালিয়াডাঙ্গ,ডাকঘর-শৈলকুপা, থানা-শৈলকুপা,জেলা-ঝিনাইদাহ। তার টিআইএন নং-৮২৩৪৭০৫৬৫২৬২,কর সার্কেল-২৮৩,কর অঞ্চল-১৩, ঢাকা। মো.আরিফুল ইসলাম,পিতা-মো.নাছির উদ্দিন মন্ডল, মাতা-মোছা:সামছুন্নাহার,তার জাতীয় পরিচয় পত্র নং-৭৩১০৬৫৭১০৬,জন্ম তারিখ: ১৪/০৫/১৯৮২ইং,তার স্থায়ী ঠিকানাঃ গ্রাম-বল্লভপুর,ডাকঘর-চৌরাঙ্গী বাজার,থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া। তার টিআইএন নং-২৪০৩৯৩৫৮০৮৮০,কর সার্কেল-২৮৩,কর অঞ্চল-১৩, ঢাকা।
উকরোক্ত ব্যক্তিদ্বয় ঢাকা ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ডেসকো) অফিসে ঘুষ দুর্নীতি করে অবৈধ ভাবে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ঢাকা শহরে তারা বাড়ী,গাড়ী, প্লট,ফ্ল্যাট ও তাদের স্ত্রীদের নামে বিভিন্ন ব্যাংকে লক্ষ লক্ষ টাকা এফডিআর করে রেখেছেন। তারা উক্ত অফিসের সর্বনিম্ন কর্মচারী হয়েও বিভিন্ন প্রকার তদবির বাণিজ্য নিয়োগ বাণিজ্য সহ গ্রাহকদের ফাইল লুকিয়ে রাখিয়ে টাকার বিনিময়ে তা আবার বের করে দেন। তাছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডেসকো এলাকায় লাইন নতুন সংযোগ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাছাড়া তারা বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানে ডেসকোর এক শ্রেণির দালাল দের সঙ্গে আতায়াত করে গোপনে অবৈধ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং এখন ও নিচ্ছেন। তারা দুইজন বর্তমানে ঢাকা জেলার সাভার থানার মৌজা বড় কাকর অথ্যাৎ বিরুলিয়া ব্রিজের এলাকায় সালাতন পাম্পের বিপরীত পাশে তারা দুইজন মিলে একটি গুরুত্বপূর্ণ জমি ক্রয় করেছেন। সেখানে তারা দুইজন বাড়ী নিমার্ণ করে বসবাস করিতেছেন। বাড়ীর তথ্য দাগ নং-সিএস ও এস এ দাগ নং-৪৩৫ এবং আর এস দাগ নং-৪৬২, বিএস দাগ নং-২৫৯৪, জমির পরিমাণ ০৭ (সাত) শতাংস জমি দুই জন
এমএলএস এস কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করে সেখানে বাড়ী নিমার্ণ করে আরিফুল ইসলাম ও হারুন অর রশিদ স্বপরিবারে বসবাস করিতেছেন। এছাড়াও ঢাকা শহরে দক্ষিণ উত্তরা ঢাকা এলাকায় তাদের দুইজনের আলাদা প্লট প্লাট ও গাড়ী রয়েছে। তারা মূলত বড় গ্রাহক হয়রানিকারী তারা গ্রাহক হয়রানি করে ডেসকোর উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আতায়ত করে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এমএলএসএস (ম্যাসেঞ্জার) হয়েও তারা কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এবং তাদের স্ত্রীরা ও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তাদের অবৈধ সম্পদের বিষয়ে ও গ্রাহক হয়রানির করণ এবং অবৈধ ভাবে বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে গোপনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকার মালিকা বনে গেছেন বিষয়ে অতিদ্রুত তদন্ত করে তাদের আইনের আওতায় গ্রহন করা খুবই জরুরী।
উল্লেখ্য যে,তাদের অবৈধ সম্পদ সাংবাদিকগণ অনুসন্ধান করতে গেলে তারা সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও মামলার ভয় দেখিয়ে তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে বাধা দিয়ে যাচ্ছেন। তাই তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে আইগত সহযোগীতা প্রদান করার জন্য আকুল আবেদন করছি।
তবে অভিযোগের বিষয়ে ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।