

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব,
আমি বিভেদের নয় শান্তির রাজনীতি করি, হিংসা, বিভেদ একটি মানুষকে নয় পুরো সমাজকে নষ্ট করে দেয়। আমার পরিবার সর্বদা মানুষের কল্যাণে রাজনীতি করে গিয়েছেন। আমি সেই পরিবারের সন্তান হিসাবে নিজের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে কাজ করে চলছি। আমার ফরিদপুরে মানুষ শান্তি প্রিয়।তারা কখনো অশান্তি চাইনা, তারা সর্বদা শান্তিতে বসবাস করতে চাই। কোন অপশক্তির ধারায় ফরিদপুর শহরটা ধ্বংসের শহর হিসাবে গড়ে উঠুক এটা তারা কখনো মেনে নিবেনা। এমনি কথা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করেন ফরিদপুরে ৩ আসনের নেত্রী বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরার মহিলা দলের সাবেক আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
তিনি বলেন ইতি মধ্যে দেখা যাচ্ছে আমার শান্তি প্রিয় ফরিদপুরটাকে অশান্ত করার জন্য একটি কুচক্রীয় মহল উঠে পড়ে লেগেছে। এবং কিছু অনাকাঙ্খিত উদ্বেগ ঘটনা ঘটিয়ে চলছে। এর পেছনে আওয়ামী লীগের অপশক্তি রয়েছে সেটা জনসাধারণের মাঝে পরিস্কার ভাবে ফুটে উঠেছে। সাড়া দেশ আওয়ামী লীগের যে পরিকল্পনা চলছে দেশটাকে অশান্ত করার তারি অংশ হিসাবে ফরিদপুরকে ও একটি মহল অশান্ত করার পায়তারা চলছে সেটা খুবই দৃশ্যমান।
তিনি ফরিদপুরের রাজনীতির চিত্র তুলে ধরে বলেন ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এ কে আজাদ ( আবুল কালাম আজাদ) এর মাধ্যমে ফরিদপুরে আওয়ামী লীগকে পূর্নবাসন ও সন্ত্রাসীদের পূর্নবাসন করার পায়তারা চলছে।
কারণ কিছুদিন গত হয়েছে ফরিদপুর সদরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী বাহিনীকে নিয়ে জনাব এ কে আজাদ নির্বাচনীয় প্রচারণা করে চলছে। আমাদের নেতা বিন্দুরা তারাও নির্বাচনীয় প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। তবে সদরের একটি ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দরা তারাও নির্বাচনীয় প্রচার কাজ করছিল ঠিক সেই সময় জনাব একে আজাদ আওয়ামী লীগের কিছু চিহ্নিত সন্ত্রাসীসহ তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হলে আমার দলের নেতৃবৃন্দদের মাঝে ভয়, আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে সেখানে কোন হতাহত বা হামলা ঘটনা ঘটেনি। এই ঘটনার দৃশ্য পাঠ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রচার হয়। তবে এই ঘটনাকে জনাব একে আজাদ তার ব্যক্তিগত মিডিয়ায় নিজের স্বনাম তুলে ধরে আমার নামে মিথ্যা ভিত্তিহীন কথা বানিয়ে প্রচার করেন।
নিজেদের ব্যক্তিগত মিডিয়াকে ব্যবহার করে নিজের নামে স্বনাম অন্যদের নামে অপপ্রচার করায়টায় ফ্যাসিবাদ সরকারের একটি অংশ। তবে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন কথা প্রচার করে আমার দীর্ঘদিনের রাজনীতির স্বনাম নষ্ট করার যে পায়তারা তিনি করছেন সেটা ফরিদপুরের জনগণ মেনে নিবে না। এবং আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করছি