

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া বৃদ্ধি,মেডিক্যাল ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত
হয়।এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন আমতলী আমিনুদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম ।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে দেশের শিক্ষকদের জীবনমান উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সামান্য বেতনে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা দাবি জানান, বাড়ি ভাড়া মূল বেতনের ২০% থেকে ৫০% করা হোক, উৎসব ভাতা ১০০% এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা বৃদ্ধি করা হোক। এছাড়াও ইবতেদায়ী মাদরাসা ও স্বীকৃতিপ্রাপ্ত নন-
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো.তুহিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মো.নুরুল আমিন, সহকারী অধ্যাপক মো. কবির হোসেন, সুপার মাওলানা মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, জামাতের আমীর মাওলানা মো. ইলিয়াস হোসেন, শিক্ষক নেতা মো. আবুল কালাম, জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের যুগ্ন সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।মানববন্ধনের পর
একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলীর তিন রাস্তা মোড়ে সাকিব প্লাজার সামনে গিয়ে সমাপ্ত হয়।