

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফ গাজীর বিরুদ্ধে অপ প্রচারের ও ষড়যন্ত্রর প্রতিবাদে উপজেলা বিএনপির অস্থায়ী কাযার্লয়ে বৃহস্পতিবার বিকাল ৫ টায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আরিফ গাজী বলেন গত ১৬ই সেপ্টেম্বর আরিফ গাজী তার নিজ রেকর্ডিয় সম্পত্তিত্বে হাল চাষ করিতে গেলে পারিবারিক ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে তখন আওয়ামী দোসর মন্নাপ হাওলাদার, নয়ন হাওলাদার, হারুন হাওলাদার, কালাই হাওলাদার, মামুন হাওলাদার, লালন হাওলাদার ও মোশারেফ বিশ্বাস গংরা আমাদের জমিতে হাল চাষ করিতে বাধা প্রদান করেন এবং তারা হালচাষের জন্য আনা হামজা মেশিন ভাংচুর করিয়া ও চারটি টায়ার কাটিয়া সম্পূর্ণ চূর্ণ
বিচূর্ণ করে এবং সাথে ড্রাইভারকে মারধর করিয়া আহত করে। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জনতার নামে মব সৃষ্টি করিয়া স্থানীয় আওয়ামীলীগ নেতারা জড়ো হয়ে এলাকায় ভয়ভিতী প্রদান করে এবং আতংক সৃষ্টি করে।
তখন আমতলী থানা পুলিশ ঘটনাস্থালে গিয়া পরিস্থিতি শান্ত করে। কিন্তু ঔ মহলটি আমাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ও দলীয় ভাবে ক্ষতি গ্রস্থ করার জন্য বিভিন্ন মিডিয়ায় মিথ্যাতথ্য দিয়ে অসত্য সংবাদ প্রকাশ করাইয়াছেন। আমি আমার
নিজ রেকর্ডিয় সম্পত্তি শান্তি পূর্ণভাবে ভোগদখল করতে চাই এজন্য আইন প্রয়োগকারী সংস্থার অশু হস্তক্ষেপ কামনা করছি।