

আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে রবি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৭১০ জন কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ। সোমবার সকালে সারও বীজ বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর ইউএনও মো. রোকনুজ্জামান খান।বিতরনী অনুষ্ঠানে সভাপত্বি করেন কৃষি কর্মকর্তা মো. রাসেল।অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার মো.সাদেকুল ইসলাম ও পপি সাহা প্রমুখ। চলতি রবি মৌসুমে আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও১টি পৌরসভার ৬৭১০ জন কৃষকের মাধ্যে ২০০ জনকে হাইব্রীড সবজি বীজ ১১০ জনকে উপসি সবজি বীজ, ৪০ জন কৃষককে গম ৪৮০ জন কৃষককে সরিষা, ১২০ জন কৃষককে চিনাবাদাম, ৩৫০০ জন কৃষককে মূগডাল, ১৪০ জন কৃষককে খেসারী ডাল ২০ জনকে ফেলনা ডাল বীজ এবং নির্ধারিত কৃষককে ডিএপি ও
এমওপি সার প্রদান করা হয়।