

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত। ১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় ডিসি কোর্ট’র সামনে এ দিবস উপলক্ষে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পটুয়াখালী’র সভাপতিত্বে ও শিক্ষক আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এস,এম,দেলোয়ার হোসাইন,জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা, পটুয়াখালী। জেলা প্রশাসন, পটুয়াখালী’র আয়োজিত ও বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়’র এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুস সালাম আরিফ, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা প্রেস ক্লাব প্রমুখ। পরে ডিসি কোর্টের সামনে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিপি’র সদস্য ,স্কাউটের সদস্য, নাসিং ইনিস্টিউটের ছাত্রী, বিদ্যালয়ের শিক্ষার্থী, সিভিল ও ডিফেন্স ফায়ার সার্ভিস’র সদস্য, জেলা প্রশাসন এবং জেলা ত্রান অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিক।