1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা | সকালের খবর ২৪
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম :স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই স্কুল-কলেজে সাইবার সচেতনতা ছড়িয়ে দিচ্ছে এমবিএসটিইউ সাইবার সিকিউরিটি ক্লাব সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যু বার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মাকসুদা রীমার শ্রদ্ধাঞ্জলি আজকে উপ- খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ‘কথার আগেই পিস্তল চালাতে হবে’, বলা কথিত সন্ত্রাসী গ্রেফতার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান মালামালসহ আটক-৩ সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযান আটক-৩

আত্রাইয়ে ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

​আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: ​নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে অবস্থিত বান্দাইখাড়া সর্বজনীন কালীমাতা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি জেলার মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ কালীপূজা হিসেবে সুপরিচিত। পূজা ও মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন আনন্দের বন্যা বইছে।

​জানা গেছে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় হিন্দু সম্প্রদায়ের কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।এই ঐতিহ্যবাহী কালীমন্দিরে পূজা দেখতে ও মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা বন্দাইখাড়া এলাকা।

​জাদু পরিবেশনা নিয়ে বিশেষ আকর্ষণ ​পূজা উপলক্ষে আয়োজিত বিশাল গ্রামীণ মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দল। মেলার দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশে ও পারিবারিক আবহে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই মঞ্চে কোনো প্রকার অশ্লীলতা নেই এবং কোনো অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে না। সব বয়সের মানুষ সপরিবারে উপভোগ করতে পারছেন এই মনোমুগ্ধকর জাদু পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক এই বিশেষ আকর্ষণ দেখতে ছুটে এসেছেন।

​বান্দাইখাড়া কালীপূজা মেলা কমিটির সভাপতি শ্রী অরুণ কুমার এ প্রসঙ্গে বলেন, বন্দাইখাড়া কালীপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের অঞ্চলের একটি মিলনক্ষেত্র। প্রতি বছর আমরা চেষ্টা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের জন্য আনন্দদায়ক কিছু আয়োজন করতে। এ বছর ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সাড়া পাওয়ায় আমরা আনন্দিত।‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দলের প্রধান প্রোঃ মো. গোকুল হোসেন তাঁর পরিবেশনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বন্দাইখাড়ার ঐতিহ্যবাহী মেলায় জাদু পরিবেশন করতে পেরে আমরা খুশি। আমরা সম্পূর্ণ পারিবারিক ও মনোরম পরিবেশে জাদু দেখাই, যেখানে কোনো অশ্লীলতা নেই। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের বিপুল সাড়া পেয়ে আমাদের পুরো দল উৎসাহিত।

​এদিকে, জাদু পরিচালনা কমিটির সভাপতি মোঃ রায়হান আলী বলেন, আমাদের পরিবেশনা সকলের জন্য উন্মুক্ত। এখানে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক আবহের দিকে আমরা সর্বোচ্চ নজর রাখি। দর্শকরা যেন পরিবার নিয়ে নিশ্চিন্তে জাদু উপভোগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আমরা আনন্দিত যে আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে এবং বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে। ​এই পূজাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে এক উৎসবের আমেজ, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করেছে। জাদু পরিবেশনাটি আগামীকাল বুধবার শেষ হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD