

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহম্মাদ(সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টম্বর) বাদ জোহর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মোঃ নুরে আলম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, মুল আলোচক ছিলেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মোঃ আকবর হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মৌওলানা মোঃ রফিকুল ইসলাম,জামায়েত ইসলাম বাংলাদেশ আত্রাই শাখার আমির আসাদুল্যা আল গালীব, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।