

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলাধীন ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য বেগম আরা’র বিরুদ্ধে সরকারি অনুদান (মাতৃত্বকালীন ভাতা ও ভিডব্লিউবি) পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা সম্মিলিতভাবে বুধবার (৫ নভেম্বর) আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোছাঃ রিপা বিবি এবং মোঃ সামসুল সাহ নামে দুজন স্থানীয় বাসিন্দা সংরক্ষিত মহিলা সদস্য ‘বেগম আরার’ বিরুদ্ধে মোট ১৫০০০/- (পনেরো হাজার) টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন।
ভুক্তভোগী রিপা বিবি জানান, সরকারি অনুদান (মাতৃত্বকালীন ভাতা) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা আমার কাছ থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকা গ্রহণ করেন। আরেক ভুক্তভোগী সামসুল সাহ্ বলেন, সংরক্ষিত মহিলা সদস্য ভিডব্লিউবি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫০০০/- (পাঁচ হাজার ) টাকা নিয়েছেন।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যখন ভুক্তভোগীরা কোনো সরকারি অনুদান পাননি, তখন খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন যে, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি অনুদান পাওয়ার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। মহিলা সদস্য তাঁদেরকে ভুল বুঝিয়ে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে তাঁরা টাকা ফেরত চাইতে গেলে বেগম আরা কালক্ষেপণ করতে থাকেন এবং অদ্যবধি টাকা ফেরত দেননি।
ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে মিথ্যা ও ভিত্তিহীন। এলাকার একটি কুচক্রী মহল ফায়দা নিতে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি কোনো টাকা নেইনি।
ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, আমি অভিযোগের বিষয়টি শুনেছি। যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, আমি আশা করছি তিনি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করবেন।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।