

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাই উপজেলায় অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভোঁপাড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা খালে অভিযান চালিয়ে অবৈধ বাঁনা অপসারণ ও রিং জাল (চায়না দোয়ারি) জব্দ করা হয়। জব্দকৃত রিং জাল মৎস্য সংরক্ষণ বিধি অনুযায়ী পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।
এই অভিযানটি পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মাছ শিকার বন্ধ করতে আমরা কঠোর অবস্থান নিয়েছি।
তিনি আরও বলেন, সোনাইডাঙ্গা খাল থেকে অবৈধ বাঁনা ও রিং জাল অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং যারা অবৈধভাবে মাছ শিকার করবে বা রিং জাল ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল কোর্টে অংশগ্রহণকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান জানান, রিং জাল বা চায়না দোয়ারির মতো ধ্বংসাত্মক মাছ শিকারের সরঞ্জাম ব্যবহার করলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়।
যা জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ পদ্ধতিতে মাছ শিকার করলে ছোট-বড় সব ধরনের মাছ নিধন হয়, এর ফলে মৎস্য সম্পদ দিন দিন হ্রাস পাচ্ছে।স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এই অভিযানে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।