

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি উৎপাদন প্রদর্শনীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। ফ্লাড রিকনট্রাকসন ইমারজেন্সি এসিসটেন্স (ফ্রিপ) কমসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুদ রানা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচী ফ্রিপ এর আওতায় উপজেলার ১৫ জন কৃষককে মাসকলাই, ৩০ জনকে সরিষা, ৪ জনকে ক্রিপার সবজি, ৫ জনকে নন ক্রিপার সবজি, ৫ জনকে মিষ্টি আলু, ৫ জনকে রসুন, ৮ জনকে পিঁয়াজ, ৬ জনকে তরমুজ প্রদর্শনীর সার ও বীজ দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, তৃণমূল পর্যায়ে কৃষকরা যাতে করে এসব সবজি উৎপাদন করে নিজেরা খেতে এবং বিক্রি করে সাবলম্বী হতে পারেন এটাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
বিতরণকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাছান, মো. আলেক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।