

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে অভিনব কায়দায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১১টার দিকে নীলডুমুর সীমান্তের বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) ওই ব্যক্তিকে আটক করে।
তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা বিজিবি জানায়, স্টিলের তৈরি একটি বড় ট্যাংকের ভিতরে বসে লগি-বৈঠার সাহায্যে সীমান্তবর্তী ইছামতি ও কালিন্দী নদী পেরিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংক ভাসতে দেখে স্থানীয়রা সন্দেহ হলে তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
বিজিবির ধারণা, এ ধরনের অভিনব পদ্ধতি মাদক বা অস্ত্র পাচারে ব্যবহৃত হতে পারে। আটক ভারতীয় নাগরিককে বুধবার সকালে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।