

স্টাফ রিপোর্টার:ঝলমলে বেলুন আর কেকের মিষ্টি সুবাসে আজ ভরে উঠেছে অপরাজিতা বিশ্বাস দুষ্টুর বাড়ি । যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজমেহেরপুর গ্রামের শ্রী শ্যামল বিশ্বাসের একমাত্র মেয়ে অপরাজিতা বিশ্বাস দুষ্টু র ১৫ তম জন্মদিন আজ। ২০১০ সালের এই দিনে পৃথিবীর মূখ আলোকিত করে জম্ম গ্রহণ করেন অপরাজিতা বিশ্বাস দুষ্টু। এই বিশেষ দিনটি পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।সবার ভালোবাসায় সিক্ত অপরাজিতা বিশ্বাস দুষ্টু ।
শ্যামল বিশ্বাস তাঁর একমাত্র মেয়ের ছোট ছোট আনন্দগুলোই জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই দিনে শ্যামল বিশ্বাস বলেন, “আমার একমাত্র সন্তান অপরাজিতা বিশ্বাস দুষ্টু আমার জীবনে সূর্যের আলোর মতো। তার হাসিতে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আজকের এই দিনে যারা তাকে জম্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।আজ তিনি শুধু একজন গর্বিত বাবা। এই আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যেখানে অনেকেই অপরাজিতা বিশ্বাস দুষ্টু কে
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।